কিআ মিম কনটেস্টের সেরা আরও ৫ মিম

পাঠক এখন সময় কাটায় মিম দেখে। পাঠকের মাথায় এখন আছে দারুন সব মিম আইডিয়া। তাই এখন পাঠকের জন্য আয়োজন করা হয় মিম বানানোর প্রতিযোগিতা। প্রতি মাসেই কিআতে পাঠকের মিম ছাপানো হয়। সেই মিমগুলো থেকে সেরা কয়েকটি মিম দেওয়া হলো এখানে।