লীলা মজুমদারের জন্মদিন

জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৬ ফেব্রুয়ারি, ২০২৪। নতুন বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

আমাদের যাদের ছেলেবেলা কেটেছে খেলাধুলার পাশাপাশি অলস দুপুরে বই পড়ে, তাদের কাছে লীলা মজুমদার একটি পরিচিত নাম৷ বাংলা সাহিত্য, বিশেষ করে শিশু সাহিত্যে অনন্য অবদানের জন্যই তাঁর এই পরিচিতি। 'পদিপিসির বর্মিবাক্স', 'টংলিং', 'হলদে পাখির পালক', 'সব ভুতুড়ে', 'মেঘের শাড়ি ধরতে নারী'- এমন সব অনন্য সৃষ্টি যার হাত ধরে আজ সেই শ্রদ্ধেয় লেখক লীলা মজুমদারের জন্মদিন। 

১৯০৮ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন লীলা মজুমদার। ভারতের বিখ্যাত রায় পরিবারে তাঁর জন্ম। মজার বিষয় হচ্ছে তিনি একই সঙ্গে সুকুমার রায়ের দূর সম্পর্কের বোন এবং বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের পিসি। ছোটবেলা থেকেই সাহিত্যঘেরা পরিবেশে বড় হন এই লেখক। ভারতের শিলঙে বসবাসের সুবাদে পাহাড়ের খুব কাছাকাছি বেড়ে ওঠার সুযোগ হয় তাঁর। সেখান থেকেই জন্ম নেয় নানা গল্প এবং চরিত্র। জীবনের এক পর্যায়ে এসে তিনি বিশ্বভারতীর ইংরেজি শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তারপরে বিভিন্ন জায়গায় চাকরির সুযোগ হলেও সবশেষে চাকরি জীবন ছেড়ে স্বাধীনভাবে সাহিত্যচর্চা শুরু করেন। আর তারপর থেকেই বাংলা সাহিত্যকে উপহার দিয়ে গেছেন একের পর এক অসাধারণ সৃষ্টি৷ 

এছাড়াও ১৮৭১ সালের এই দিনে ফ্রান্স ও জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।