শুভ জন্মদিন সাকিব আল হাসান!

সাকিব আল হাসানফাইল ছবি: প্রথম আলো
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৪ মার্চ ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে তাঁকে সবাই একনামে চেনে। খেলার মাঠে হার অনেকটা নিশ্চিত এমন কত ম্যাচ, কত মুহূর্তে সুপারম্যানের মতো বাঁচিয়েছেন দলকে। মাঠে হাঁকিয়েছেন একের পর এক চার, ছক্কা। নিয়েছেন অগণিত উইকেট। বাংলাদেশের ক্রিকেট জগতের এক সেরা নক্ষত্র সাকিব আল হাসান। আজ এই খেলোয়াড়ের জন্মদিন। সাকিব আল হাসান ১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন মাত্র ১৯ বছর বয়সে। সেই শুরু রেকর্ড ভাঙার, থামার নাম নেই। শুরুতে বিশ্ব ক্রিকেট অঙ্গনে নিজেকে প্রমাণ করেন খুব দ্রুত। জানান দেন, এই জগতে তিনি সেরা হবেন। তাই তো অভিষেকের কয়েক বছরের মাথায় ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দেন দলকে। ৭৫ নম্বর জার্সি গায়ে দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে সাকিবের এখন পর্যন্ত মোট সংগ্রহ ওয়ানডেতে ৭৫৭০ রান, টি-টোয়েন্টিতে ২৩৮২ এবং টেস্টে ৪৪৫৪ রান। অন্যদিকে উইকেটের হিসাব করলে সেটি দাঁড়ায় ৬৯০-এ! বাংলাদেশের ক্রিকেটের বাঁহাতি এই জাদুকরকে জানাই জন্মদিনের শুভেচ্ছা!

ইউটিউব-নেটফ্লিক্সের এই যুগে ‘দ্য বিগ ব্যাং থিওরি’র নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া একটু কঠিন। যারা সুযোগ পেলেই এখন মুভি-সিরিজ দেখতে বসে, তাদের জন্য তো এটি খুব পরিচিত নাম। ‘দ্য বিগ ব্যাং থিওরি’র অন্যতম মূল চরিত্র শেল্ডন কুপার ওরফে জিম পারসন্সেরও আজ জন্মদিন। জনপ্রিয় এই অভিনেতা ১৯৭৩ সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের টেক্সাসে জন্মগ্রহণ করেন।

এ ছাড়া ১৮৭৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন বিশ্বের কিংবদন্তি জাদুকর হ্যারি হুডিনি। জীবনের পুরোটা সময় তাঁর কেটেছে মানুষকে জাদু দেখিয়ে আনন্দ দিয়ে। তবে এই জাদুই যে হবে তাঁর মৃত্যুর কারণ, সেটা জানা ছিল না হুডিনির। সে গল্প না হয় আরেক দিন হবে।

আরও পড়ুন