স্বপ্নের সন্ধানে

দিনগুলো কেমন যেন অদ্ভুতভাবে শুরু হয়েছে। চারপাশে হাসি আর কোলাহল অথচ আমি এই পথে একা—চারপাশে ভিড় কিন্তু মনে হচ্ছে আমি একেক কণা। সবার স্বপ্নের লক্ষ্যে চলা দেখে ভাবি, আমি কোথায়? তারা যখন পদে পদে সফলতার গল্প বলছে, তখন আমি নিজের মধ্যে ডুবে আছি। আমার ভেতরেও একটি সৃষ্টির আগুন জ্বলছে। কী হতে চাই আমি? শিল্পী? লেখক? সবকিছু চুপচাপ অবকাশ নেয় মনের গহিনে। কারও কাছে প্রকাশ করতে পারি না। সংগীতের সুরে বলতে ইচ্ছা করে কিন্তু গলা যেন আবার শক্ত হয়ে যায়। কখনো রাতের নিস্তব্ধতায় মুছে ফেলি সব দুঃখ-কষ্ট। আমি স্বপ্ন দেখি, রংবেরঙের ছবিতে ডুব দিয়েছি। কী অদ্ভুত, তখনই যেন মনে হয়, জীবনটা কেবল একটা বিশাল ক্যানভাস, যেখানে আমি সব বিষয়ে রং ফোটাতে পারি। কিন্তু সকালে উঠে যখন দেখি বাস্তবতার সেই একই টানাপোড়েন। পরীক্ষা, বাড়ির কাজ—সবকিছু যেন এক ভারী বোঝা। এত বিধিনিষেধের মধ্যে আমি পড়ে যাচ্ছি। জানি, এই অন্ধকারে কিছু আশার আলো লুকিয়ে আছে। হয়তো জীবন আমাদের পরীক্ষায় ফেলে শুধু দেখার জন্য যে আমরা সত্যিই কী? আমার ভেতর সৃজনশীলতার যে চাহিদা, তা হয়তো কিছুদিন পর ঠোঁটের কোণে হাসি ফোটানোর জন্য অপেক্ষা করছে। আমাকে মনে রাখতে হবে, আমি যেন নিজের খোঁজেই হারিয়ে না যাই। যতই অন্ধকার থাকুক, সূর্য রয়েছে, আমি তার জন্য প্রস্তুত। বিশ্বাস রাখতে হবে, কাল সকালে নতুন সূর্য উঠবে, আমি সেই আলোয় দাঁড়িয়ে উপভোগ করব নিজের প্রতিটি সৃষ্টি। হয়তো আমার স্বপ্নগুলো একদিন বাস্তবে পরিণত হবে। আরও একবার ভাবো! সব বাধা, সব অন্ধকার—এসব একদিন আমাকে শক্তিশালী করে তুলবে। হয়তো আমি আজ ভেঙে পড়ব কিন্তু স্মৃতির ভেতর হালকা একটি চিহ্ন রেখে যাব। আমি হারতে পারব না; আমি জিতব!

লেখক: শিক্ষার্থী, অষ্টম শ্রেণি, ক্যামব্রিয়ান স্কুল, ফেনী

আরও পড়ুন