৫ ধাপে বানাও টেট্রাহেড্রন

আজ আমরা ডিম্বাকৃতির গম্বুজের অসাধারণ গুণ সম্পর্কে জানব। আর দ্বিমাত্রিক (2D) কাগজের টুকরাগুলো কীভাবে সামান্য কেটে এবং ভাঁজ করে ত্রিমাত্রিক (3D) করা যায়, সেটাও শিখব।

টেট্রাহেড্রন বানানোর কৌশল

টেট্রাহেড্রনকে বাংলায় চতুস্তলক বলে। এখন আমরা একটি চতুস্তলক বানানো শিখব।

যা যা লাগবে

• কাগজের খাম

• পেনসিল

• কাঁচি

• স্বচ্ছ টেপ

প্রথম ধাপ

প্রথম ধাপ

খামটি বন্ধ করে মাঝবরাবর ভাঁজ করো।

দ্বিতীয় ধাপ

ওপরের ছবির মতো খামের কোনাটা টেনে মাঝামাঝি নাও। এরপর মাঝামাঝি জায়গায় পেনসিল দিয়ে দাগ দিয়ে রাখো।

তৃতীয় ধাপ

পেনসিল দিয়ে যেখানে দাগ দিয়েছ, সেখানে একটি লম্ব আঁকো। মানে ওপরের ছবির মতো একটি সোজাসুজি দাগ দাও। ব্যস, এবার ওই দাগ বরাবর খামটি কাঁচি দিয়ে কাটো।

চতুর্থ ধাপ

তীর চিহ্ন খোলা প্রান্ত। মাথায় রাখতে হবে, টেট্রাহেড্রনটি দাগ বরাবর সুন্দরভাবে খুলতে হবে।

খামের ছোট অংশ ব্যবহার করে ওপরের ছবির মতো প্রতিটি কোণে ভাঁজ করো। এবার ভাঁজ বরাবর পেনসিলের সাহায্যে দাগ দিয়ে রাখো।

পঞ্চম ধাপ

ছবিতে দেখানো খোলা প্রান্তে তোমার হাত রাখো এবং চতুস্তলকটি খোলো। এবার সব কটি খোলা প্রান্ত টেপ দিয়ে লাগিয়ে দাও।