প্রথমবারের মতো আয়োজিত ‘ওয়ার্ল্ড সাইবার গেমস’

জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৭  অক্টোবর, ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

খেলাধুলার আসর তো হর-হামেশাই দেখা যায়। সেদিক থেকে পিছিয়ে নেই ই-স্পোর্টসও। ২০০০ সালের আজকের এই দিনে প্রথম আয়োজিত হয় ‘ওয়ার্ল্ড সাইবার গেমস’ প্রতিযোগিতা। ভিডিও গেম নিয়ে মাতামাতি থেকেই নেওয়া হয় এমন উদ্যোগ। সেবার  ‘দ্য ওয়ার্ল্ড সাইবার গেম চ্যালেঞ্জ’ নামক একটি আয়োজনের উদ্বোধনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার পর্দা ওঠে। 

দক্ষিণ কোরিয়ার ওনজিন শহরে দেশটির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় এবং স্যামসাং-এর সহযোগিতায় ই-স্পোর্টসের এই ইভেন্ট অনুষ্ঠিত হয়। আয়োজনে অংশ নেয় ১৭ টি দেশের ১৭৪ জন প্রতিযোগী। সেখানে জনপ্রিয় কম্পিউটার গেমস, যেমন কোয়েক থ্রি এরিনা, ফিফা 2000, এজ অফ এম্পায়ার্স ২ স্টারক্র্যাফ্ট: ব্রুড ওয়ার ইত্যাদিতে প্রতিযোগীরা একে অন্যের প্রতিদ্বন্দিতা করেন। টানা ১৫ দিনের আয়োজন শেষে ১৫ অক্টোবর এই প্রতিযোগিতা আসরের পর্দা নামে। 

১৯৫৯ সালের আজকের এই দিনে প্রথমবারের মতো চাঁদের অন্ধকারাচ্ছন্ন অংশের ছবি প্রকাশ করা হয়। সোভিয়েত ইউনিয়নের মহাকাশযান লুনা-৩ এই ছবি তুলতে সক্ষম হয়।