পানিপথের প্রথম যুদ্ধ

ছবি: ইন্ডিয়া টুডে
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২১ এপ্রিল, ২০২৪। ইতিহাসে এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
  • দিল্লিতে সুলতানি শাসন চলেছিল প্রায় ৩২০ বছর। কিন্তু তারপর কোথা থেকে এলেন সম্রাট বাবর, আকবর বা শাহাজাহান? পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে হয়েছিল ভারতের শাসনব্যবস্থার এই পরিবর্তন। ১৫২৬ সালের ২১ এপ্রিল, অর্থাৎ আজকের এই দিনে ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথ নামের গ্রামের কাছে সংঘঠিত হয় এই যুদ্ধ। এ যুদ্ধে দিল্লির শেষ সুলতান ইব্রাহিম লোদির সঙ্গে লড়াই করেন মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর। এ যুদ্ধের মাধ্যমে ভারতে আদি মধ্যযুগের অবসান ঘটে এবং সূচনা ঘটে আধুনিক কালের। এ ছাড়া ধারণা করা হয়, পানিপথের যুদ্ধই ছিল সেই যুদ্ধগুলোর মধ্যে অন্যতম, যেখানে যুদ্ধক্ষেত্রে প্রথম কামানের ব্যবহার শুরু হয়েছিল। ইতিহাস বলে, সম্রাট বাবরের বাহিনীতে ছিল ১৫ হাজার সৈনিক, অন্যদিকে ইব্রাহিম লোদির বাহিনীতে ছিল প্রায় এক লাখ। প্রচলিত আছে, শক্তিশালী হলেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি ইব্রাহিম লোদির। বাবরের কাছে যুদ্ধে হেরে মৃত্যুবরণ করেন লোদি। আর সেখান থেকেই শুরু হয় ভারতে মোগল সাম্রাজ্যের শাসন।

  • ধারণা করা হয়, ১৯৫২ সালের আজকের এই দিনে লন্ডন ও রোমের মধ্যে প্লেন চালনার মাধ্যমে বিশ্বের প্রথম জেট প্লেন চলাচল শুরু হয়।

  • ২০১৩ সালের আজকের এই দিনে মারা যান ভারতের মানব ক্যালকুলেটর নামে পরিচিত শকুন্তলা দেবী।