আমার বই পড়া

বইঅলংকরণ: সব্যসাচী চাকমা

বইয়ের যে নিজস্ব জগৎ আছে, এ কথা সবাই জানে। কিন্তু এই জগৎকে নিজে অনুভব করার অভিজ্ঞতাটা একেবারে অন্য রকম। একটা নতুন বই থাকে অচেনা। সেই অচেনা বইকে হাতে নিয়ে পড়তে পড়তে আপন করার যাত্রাটা কী যে ভালো লাগার! অনেকে বলে, তারা বই পড়তে পড়তে সেখানকার পছন্দের জায়গাগুলো দাগিয়ে রাখে। এভাবে বইটা তাদের চেনা হয়। আমার ক্ষেত্রে কেন যেন এটা কাজ করে না। বরং বইয়ে দাগালে মনে হয়, বইটা আর সব বইয়ের মতো সাধারণ হয়ে যায়। আমি যখন নতুন কোনো বই পড়ে শেষ করি, তখন আপনাআপনি বইটা যেন আমার আপন হয়ে যায়। আমি আবার পছন্দের জায়গাগুলোয় চোখ বুলাই। তখন প্রতিটা পৃষ্ঠা, শব্দ, সেখানকার কথাগুলো আমার একেবারেই চেনা। প্রথমবার বইটাকে ধরা আর তখনকার ধরা অন্য রকম। ঠিক নতুন বন্ধুর সঙ্গে ক্লাসের শুরুর দিনগুলো আর তারই সঙ্গে স্কুলজীবনের শেষ ক্লাস করে বের হওয়ার মতো। পড়ে ফেলা বইটার দিকে তাকালেই মনে পড়ে, এটা পড়ার সময়ের উত্তেজনা আর ভালো লাগাগুলো। এই অনুভূতি আমার সবচেয়ে প্রিয়।

সামিহা ওয়াজদিয়া

এসএসসি ২০২৪, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা