বব মার্লের জন্মদিন

নিপীড়িত আর খেটে খাওয়া মানুষের জন্য গান গেয়ে সারা বিশ্বে পরিচিতি পেয়েছিলেন বব মার্লে
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০৬ ফেব্রুয়ারি, ২০২৪। নতুন বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

ষাট-সত্তরের দশকের নান্দনিক সব সুরের স্রষ্টা বব মার্লের আজ জন্মদিন। ১৯৪৫ সালের ৬ ফেব্রুয়ারি ব্রিটিশ জ্যামাইকার নাইন মাইলে জন্মগ্রহণ করেন তিনি। একাধারে ছিলেন কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার ও প্রযোজক। সেই সঙ্গে বাজাতেন গিটারও। তাঁর কাছে গান ছিল প্রতিবাদের ভাষা। আর সেই গানের মূল বিষয়বস্তু ছিল মানুষ। তাই বিশ্বের দরবারে তিনি একজন সংগ্রামী শিল্পীও বটে। এ ছাড়া আরেকটি পরিচয় আছে তাঁর। অনেকেই মনে করেন, তিনি ক্যারিবীয় এলাকা থেকে উঠে আসা প্রথম সুপারস্টার।

ক্রীড়াঙ্গনে আজ একটি বিশেষ দিন। আজ ৬ ফেব্রুয়ারি বেশ কিছু জনপ্রিয় ক্রিকেটারের জন্মদিন। এর মধ্যে আছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রাড হগ, জিম্বাবুয়ের ক্রিকেটার ব্রেন্ডন টেলর ও ভারতীয় ক্রিকেটার এস শ্রীসান্থ।