অল ইন্ডিয়া রেডিওর সূচনা

রেডিওফাইল ছবি
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৮ জুন, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

বিংশ শতাব্দীর বিনোদনমাধ্যমের অনেকাংশ জুড়ে ছিল রেডিও। তখন অনেকের দিনের শুরুটা হতো রেডিও শুনে। আমাদের যেমন আছে বাংলাদেশ বেতার, ঠিক তেমনি ভারতবর্ষের আছে অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণী। ১৯৩৬ সালের আজকের এই দিনে ভারত সরকারের হাত ধরে দিল্লিতে এর সূচনা ঘটে এবং দেশব্যাপী সম্প্রচার শুরু হয়।

অল ইন্ডিয়া রেডিও ‘আকাশবাণী’ নামেও পরিচিত। মূলত ১৯৩৯ সালে এই নাম দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এর পর থেকে দুই নামেই অনুষ্ঠান সম্প্রচার করে আসছে এটি। তবে পুরোনো নাম বদলে নতুন রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নাম পূর্ণাঙ্গভাবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৩ সালের ৩ মে, অল ইন্ডিয়া রেডিওর নাম বদলে আনুষ্ঠানিকভাবে ‘আকাশবাণী’ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি দপ্তর। মূলত কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এর পেছনে আরেকটি কারণ হলো, এই নাম ব্রিটিশ শাসনামলে দেওয়া। ব্রিটিশ আমলের বোঝা চিরতরে ঝেড়ে ফেলতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ভারতে আকাশবাণীর ৪৭০টি সম্প্রচারকেন্দ্র রয়েছে, যা ২৩টি ভাষা ও ১৭৯টি উপভাষায় সম্প্রচারিত হয়। ঢাকায় প্রথম অল ইন্ডিয়া রেডিও ঢাকার সম্প্রচার শুরু হয় ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর।

আরও পড়ুন