বিশ্বের সবচেয়ে ছোট রোবট, সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে ৪০ বার

মাইক্রো রোবট

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা সবচেয়ে ছোট হালকা রোবট অবিষ্কার করেছেন। এগুলোকে বলা হয় মাইক্রো রোবট। দৈর্ঘ্য মাত্র ৮ মিলিমিটার। প্রতি সেকেন্ডে ৬ মিলিমিটার পথ পাড়ি দিতে পারে এ রোবট। রোবটের ওজন প্রায় ২৭ মিলিগ্রাম। বুঝতেই পারছ, কত ছোট্ট রোবট। কী হবে এ রোবট দিয়ে?

এর সাহায্যে পরিবেশ পর্যবেক্ষণের পাশাপাশি অতিক্ষুদ্র বস্তু তৈরি করা যাবে। পাশাপাশি এই রোবটকে চিকিৎসা ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। রোবটিক সার্জারির ক্ষেত্রে দারুণ কাজে আসতে পারে তেলাপোকার মতো দেখতে এই ক্ষুদ্র রোবট।

আরও পড়ুন

এ রোবট চলবে বিদ্যুতের সাহায্যে। প্রতি সেকেন্ডে প্রায় ৪০ বার ডানা ঝাপটাতে পারে এগুলো। নিজের ওজন মাত্র ২৭ মিলিগ্রাম হলেও এরা প্রায় ৪ গ্রাম ওজনের বস্তু বহন করতে পারে। যা এদের ভরের চেয়ে প্রায় ১৫০ গুণ বেশি।