জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৩ নভেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
ফরাসি ডুবুরি জ্যাক মেয়ল। গভীর সাগরে ডাইভিং-এর ইতিহাসে এক অনন্য নাম। ১৯৭৬ সালের ২৩ নভেম্বর তিনি অবাক করার মতো কীর্তি গড়েন। আজকের এই দিনে এই ডুবুরি ইতালির এলবা দ্বীপের উপকূলে একটি নৌকা থেকে কোন ধরনের কৃত্রিম অক্সিজেন বা স্কুবা সরঞ্জাম ছাড়া সমুদ্রতলে প্রায় ৩৩০ ফুট (১০০ মিটার) গভীরে ডুব দেন।
জ্যাক মেয়ল ছিলেন বিশ্বে প্রথম ডুবুরি, যিনি এই অসম্ভবকে সম্ভব করেছিলেন। গভীর সাগরে অক্সিজেন ছাড়াই দীর্ঘ সময় টিকে থাকার সক্ষমতার কারণে তাঁকে মানব ডলফিন বলা হয়। তাঁর জীবন ও কৃতিত্ব নিয়ে ১৯৮৮ সালে একটি চলচ্চিত্র নির্মিত হয়, যার নাম ‘দ্য বিগ ব্লু’।
তাঁকে নিয়ে বেশ কিছু ভিডিও রয়েছে ইউটিউবে। চাইলে ভিজিট করতে পারো এখানে।
আরও পড়ুন