প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে জাতিসংঘের উদ্যোগ

জাতিসংঘফাইল ছবি
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৩ ডিসেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

আজ ৩ ডিসেম্বর, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস (ইন্টারন্যাশনাল ডে অব পারসনস উইথ ডিজঅ্যাবিলিটিস)। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সম্মান প্রদর্শন, তাঁদের অধিকার নিশ্চিত করা এবং সমাজে তাঁদের সমান অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে দিনটি উদ্‌যাপন করা হয়। ১৯৯২ সালে জাতিসংঘের উদ্যোগে দিবসটি প্রথমবারের মতো পালন করা হয়। এর পর থেকে প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্তে দিবসটি উদ্‌যাপিত হচ্ছে।

বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধিতার সঙ্গে বসবাস করছেন। প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা ও অবদানের প্রতি এই দিনে আলোকপাত করা হয়।

১৯৬৭ সালের আজকের দিনে দক্ষিণ আফ্রিকার একদল চিকিৎসক এক নতুন ইতিহাস গড়েন। চিকিৎসক ক্রিস্টিয়ান বার্নাড ও তাঁর দল বিশ্বে প্রথমবারের মতো মানবদেহে হৃদ্‌যন্ত্র প্রতিস্থাপনে সফলতা অর্জন করেন। এমন ঘটনা ইতিহাসে এই প্রথম।

আরও পড়ুন