অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয়

ফু দর্জি শেরপাকে নিয়ে ডাকটিকিট
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০৯ মে ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

বিশ্বের সর্বোচ্চ উঁচু শৃঙ্গ এভারেস্ট। উচ্চতা ৮ হাজার ৮৪৯ মিটার কিংবা ২৯ হাজার ৩২ ফুট। এত উঁচুতে উঠতে অভিযাত্রীদের যে অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হয়, তা তোমাদের নিশ্চয়ই জানা। কিন্তু আজ এমন একজনের গল্প শোনাব যে কিনা কোনো ধরনের অতিরিক্ত অক্সিজেন ছাড়াই পাড়ি দিয়েছিলেন বিশ্বের সর্বোচ্চ উঁচু শৃঙ্গ এভারেস্ট। নাম তাঁর ফু দর্জি। তিনি ছিলেন প্রথম ভারতীয়, যিনি ১৯৮৪ সালের আজকের এই দিনে এই অবাক করার মতো কাজ করে সবাইকে তাক লাগিয়ে দেন।

এভারেস্টে প্রথম পা দেওয়া দুই মানবের মধ্যে একজন ছিলেন তেনজিং নোরগে। তাঁকে আমরা সবাই চিনি। ১৯১৪ সালের ২৯ মে খুম্বুতে জন্মগ্রহণ করেন তিনি। একই দিনে ১৯৫৩ সালে এডমন্ড হিলারিকে সঙ্গে নিয়ে জয় করেন এভারেস্ট। এই তেনজিং নোরগে ১৯৮৬ সালের আজকের এই দিনে ভারতের দার্জেলিংয়ে মৃত্যুবরণ করেন।

১৭৮৮ সালের আজকের এই দিনে ব্রিটেনের ক্রীতদাস প্রথা বিলোপের জন্য পার্লামেন্টে বিল পাস হয়। একই দিনে ১৮৭৪ সালে ভারতের মুম্বাইয়ে প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু হয়।

১৯৯৪ সালের ৯ মে নেলসন ম্যান্ডেলা দক্ষিন আফ্রিকার প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

এ ছাড়া ১৯৪৫ সালের এই দিনে জার্মানির বিরুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে দ্বিতীয় মহাযুদ্ধের অবসানে বিশ্বে বিজয়োৎসব পালন করা হয়।

আরও পড়ুন