জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০২ ফেব্রুয়ারি, ২০২৪। নতুন বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
চিত্রশিল্পী হলেও নিজেকে ‘পটুয়া’ নামে পরিচয় দিতেই বেশি পছন্দ করতেন তিনি। বলছি চিত্রশিল্পী কামরুল হাসানের কথা। ১৯২১ সালের ২ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার নারেঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। প্রখ্যাত এই চিত্রশিল্পী বাংলায় শিল্পচর্চার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ১৯৪৭ সালে দেশভাগের পর ঢাকায় শিল্পাচার্য জয়নুল আবেদিনের সঙ্গে যুক্ত হয়ে একটি আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের বিভিন্ন আন্দোলনকালে পটুয়া কামরুল হাসানের প্রতিবাদের ভাষা ছিল তাঁর আঁকা চিত্রকর্ম। একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় জেনারেল ইয়াহিয়ার মুখকে ব্যঙ্গ করে আঁকা ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’ পোস্টারটি ব্যাপক সাড়া পেয়েছিল। বরেণ্য এই চিত্রশিল্পী ১৯৮৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন।
এ ছাড়াও একই দিনে ১৯৫৮ সালে মৃত্যুবরণ করেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা ও ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ।
২০১০ ফুটবল বিশ্বকাপের জনপ্রিয় ‘ওয়াকা ওয়াকা’ (দিস টাইম ফর আফ্রিকা) গানের শিল্পী শাকিরার আজ জন্মদিন। ১৯৭৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেন কলম্বিয়ান সংগীতশিল্পী।