দাঁতের বদলে সোনার মুদ্রা

তখন বোধ হয় নার্সারিতে বা ক্লাস ওয়ানে পড়ি। সবে আমার দুধদাঁত পড়ে নতুন দাঁত ওঠা শুরু হয়েছে। অনেক দিন একটা দাঁত তোলার চেষ্টার পর একদিন সেই দাঁত তুলে ফেললাম। সে সময় আমি টিভিতে অনেক কার্টুন দেখতাম। সেই সব কার্টুন দেখে আমার ধারণা হয়েছিল যে দাঁত তুলে ফেলে সেই দাঁত যদি রাতে বালিশের নিচে রাখা হয়, তাহলে রাতে দাঁতের পরি এসে একটি সোনার মুদ্রা রেখে যায়। এই আশায় আমি সেই রাতে ঘুমানোর আগে তুলে রাখা দাঁতটা বালিশের নিচে রেখে দিই। ভাবলাম, সকালে নিশ্চয়ই কোনো সারপ্রাইজ পাব। পরদিন সকালে সারপ্রাইজ পেলাম ঠিকই, তবে আধা সারপ্রাইজ! আমার বালিশের নিচে রাখা দাঁতটি সেখানে নেই। কিন্তু কোনো সোনার মুদ্রাও নেই! পরে ভালোভাবে বিছানা পরীক্ষা করলাম, কিন্তু কোথাও আমার তুলে ফেলা দাঁত খুঁজে পেলাম না। তাহলে কি আসলেই...? তখন বিষয়টা বুঝতে না পারলেও এখন ভাবছি, কত বোকাই না ছিলাম আমি!

মল্লিক আহমেদ

অষ্টম শ্রেণি, ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, ঢাকা