হোন্ডা মোটরের যাত্রা শুরু

জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৪ সেপ্টেম্বর, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

হোন্ডা বলতে ছোটবেলা থেকে আমরা মোটরসাইকেলকেই চিনি। এর মানে কি হোন্ডা শব্দের অর্থ মোটরসাইকেল? বিষয়টা কিন্তু একদমই তা নয়। বিশ্বের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড ‘হোন্ডা’ কোম্পানির নাম থেকে এসেছে এই নাম। সময়ের সঙ্গে সঙ্গে এই কোম্পানির জনপ্রিয়তা এতই বেড়েছে যে পুরো মোটরসাইকেল যানবাহনটি এই নামে প্রচলিত হয়েছে।

আজ সেই হোন্ডা মোটর কোম্পানির প্রতিষ্ঠাবার্ষিকী। আজ থেকে প্রায় ৭৬ বছর আগে ১৯৪৮ সালের আজকের এই দিনে জাপানের শিজুওকাতে শিল্পপতি শোইচিরো হোন্ডার হাত ধরে এই অটোমোবাইল কোম্পানি প্রতিষ্ঠা লাভ করে।

আরও পড়ুন

‘হোন্ডা’ মোটর কোম্পানির জনপ্রিয়তা খুব দ্রুত ধরা দিলেও, কোম্পানিটি প্রতিষ্ঠার আগে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে শোইচিরো হোন্ডাকে। জীবনের বেশ বড় সময় ধরে নানান প্রতিকূলতার পরে অবশেষে নিজ হাতে গড়া এই প্রতিষ্ঠান এনে দিয়েছে বিরাট সাফল্য। প্রতিষ্ঠার কয়েক বছরের মাথায় নিজেদের তৈরি উন্নত মোটরসাইকেলের মাধ্যমে বিশ্বের প্রায় ২০০টি বাইক উৎপাদনকারী কোম্পানির তালিকায় শীর্ষে চলে আসে হোন্ডা। ফলে ১৯৬৪ সালের মধ্যে হোন্ডা হয়ে ওঠে অন্যতম বৃহৎ মোটরসাইকেল উৎপাদনকারী।

২০২২-২৩ অর্থবছরে জাপানের হোন্ডা কোম্পানি বিশ্বজুড়ে প্রায় ৩.৭ মিলিয়ন অটোমোবাইল বিক্রি করেছে। এ ছাড়া এই বছর হোন্ডার মোটরসাইকেল বিক্রির সংখ্যা ছিল ১৮.৭ মিলিয়ন। পাশাপাশি ৫.৬ মিলিয়ন অন্যান্য পণ্য বিক্রির কথা জানা গেছে।

২০১৪ সালের আজকের এই দিনে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে ভারতের নভোযান মঙ্গলযান। এর মাধ্যমে নতুন ইতিহাস রচিত হয় ভারতের। মঙ্গলের কক্ষপথে পৌঁছাতে এর সময় লেগেছে ২৯৮ দিন।

আরও পড়ুন