বিপ্লবী কিশোরী জোয়ান অব আর্কের জন্মদিন

জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৬ জানুয়ারি, ২০২৪। নতুন বছরের ষষ্ঠ দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

ফরাসি বীর যোদ্ধা ও বিপ্লবী কিশোরী জোয়ান অব আর্ক। যুক্তরাজ্যের সঙ্গে ফ্রান্সের শত বছরের দীর্ঘ যুদ্ধ (১৩৩৭-১৪৫৩) চলাকালীন সামাজিক সব বিধিনিষেধ অমান্য করে ১৭ বছরের জোয়ান অব আর্ক যুদ্ধে অংশগ্রহণ করেন। তবে পরে ব্রিটিশ বাহিনীর কাছে ধরা পড়ে যাওয়ার কারণে মাত্র ১৯ বছর বয়সে তাঁকে পুড়িয়ে মারা হয়। সাহসী এই বিপ্লবী কিশোরী ১৪১২ সালের এই দিনে ফ্রান্সের উত্তর-পূর্বে ডমরেমি অঞ্চলে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন।

১৮৩৮ সালের এই দিনে সামুয়েল মোর্স জনসম্মুখে প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ প্রদর্শন করেন। বাংলাদেশের দীর্ঘ ৯ মাস যুদ্ধ শেষে বিজয় লাভের পর ১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেন। ১৯৬৬ সালের আজকের এই দিনে জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী ও পরিচালক এ আর রহমান জন্মগ্রহণ করেন।