স্বাস্থ্য সমস্যা
চতুর্থ শ্রেণির ছাত্র বল্টু। ওর স্কুলে ছেলেমেয়েদের স্বাস্থ্য সমস্যা আছে কি না, দেখার জন্য স্কুলে এসেছেন নাক কান গলার ডাক্তার। ক্লাসরুমে ঘুরে ঘুরে তিনি এলেন বল্টুর সামনে।
ডাক্তার: তোমার নাক-কানে কোনো সমস্যা আছে?
বল্টু: হ্যাঁ, আছে।
ডাক্তার: কী সমস্যা?
বল্টু: গেঞ্জি খোলার সময় এগুলোতে আমার গেঞ্জি আটকে যায়।
কঠিন পরীক্ষা
বল্টু পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে বন্ধুর সঙ্গে আলাপ করছে।
বল্টু: বন্ধু, এই পরীক্ষার প্রশ্ন এত কঠিন ছিল, মনে হলো আমি একটা শব্দও বুঝি নাই!
বল্টুর বন্ধু: আরে, আমারটা আরও খারাপ! প্রশ্নপত্রে প্রথম যে লাইনটা ছিল ‘নিচের প্রশ্নগুলোর উত্তর দাও’— আমি ওই লাইনটাই বুঝি নাই!
আরও পড়ুন