মে দিবস কেমন করে এল

আজ পয়লা মে। আন্তর্জাতিক শ্রম দিবস। মাথার ঘাম পায়ে ফেলে, রোদ-বৃষ্টি উপেক্ষা করে কাজ করে যান শ্রমিকেরা। ছবিতে নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদীর পাড়ে কয়েকজন শ্রমিকের কাঁধে গাছের গুঁড়ি বয়ে নিয়ে যাওয়ার দৃশ্য।ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

আজ মহান মে দিবস। এই দিনটিকে সারা পৃথিবীতে 'মে দিবস' বা 'শ্রমিক দিবস' হিসেবে পালন করা হয়। এটি শ্রমজীবী মানুষের জন্য একটি বিশেষ দিন। অনেক বছর আগে, ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট নামের এক জায়গায় হাজার হাজার শ্রমিক একত্রিত হয়েছিলেন। তাদের দাবি ছিল, প্রতিদিন ৮ ঘণ্টার বেশি যেন কাজ করতে না হয়। তখনকার দিনে শ্রমিকদের ১২ থেকে ১৬ ঘণ্টা কাজ করতে হতো, যা ছিল খুবই কষ্টকর।

এই আন্দোলনে পুলিশ গুলি চালায়, এবং অনেক শ্রমিক আহত হন। কিছু মানুষ নিহত হন। তাদের এই সাহসী প্রতিবাদের কারণে পরে ‘প্রতিদিন ৮ ঘণ্টা কাজ’ করার নিয়ম তৈরি হয়। এই সাহসিকতার জন্যই আমরা আজ এই দিনটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

মে দিবসে আমরা শ্রমিকদের সম্মান জানাই। তাঁরা আমাদের চারপাশের নানা কাজ করেন। রাস্তা বানান, ঘর তৈরি করেন, খাদ্য উৎপাদন করেন, যানবাহন চালান, এবং আরও কতশত কাজ করেন। তাঁদের পরিশ্রমেই আমাদের জীবন সুন্দরভাবে চলে। তাই শ্রমিকরা যেন ন্যায্য মজুরি পান, নিরাপদে কাজ করতে পারেন এবং অধিকারগুলো যেন রক্ষা করা হয়, এটাই আমাদের চাওয়া।

আরও পড়ুন