আমার লেখা প্রথম শব্দ
শ্রদ্ধেয় আম্মু,
আম্মু, তুমি হচ্ছো আমাদের পরিবারের সবচেয়ে ত্যাগী, নিঃস্বার্থ মানুষ। সবসময় আমার বন্ধুর মতো পাশে থাকা তুমি আমার প্রথম এবং শ্রেষ্ঠ শিক্ষক। যখন ছোট্ট ছিলাম, তুমি আমাকে চক দিয়ে স্লেটে লিখতে শিখিয়েছিলে। সেই প্রথম শব্দটি ছিল- 'মা'। আম্মু, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি।
শাহ সামিহা ফারজানা
৮ম, শ্রেণি, বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা, ঢাকা
আরও পড়ুন