জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৭ অক্টোবর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
আমাদের শরীরে বা মনে সৃষ্ট যেকোনো ধরনের আঘাতকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলে ট্রমা। ট্রমাকে বলা হয় একধরনের মনোদৈহিক চাপজনিত ঘটনা। অনাকাঙ্ক্ষিত বা ভয়াবহ কোনো ঘটনা বা অভিজ্ঞতার শিকার হলে ট্রমা হতে পারে। এমন কোনো ঘটনা দেখলেও ট্রমার সঞ্চার হতে পারে। মানুষের অস্তিত্বের জন্য হুমকি হতে পারে, এমন কোনো ঘটনা থেকেও ট্রমা সৃষ্টি হতে পারে। একে বলে ‘পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার’ বা সংক্ষেপে ‘পিটিএসডি’।
আজ ১৭ সেপ্টেম্বর ‘বিশ্ব ট্রমা দিবস’। বিশ্বজুড়ে বিভিন্ন দুর্ঘটনা ও হিংস্রতার শিকারে আহত মানুষের চিকিৎসা ও সেবার ক্ষেত্রে সচেতনতা সৃষ্টির জন্য দিবসটি পালন করা হয়।
২০১১ সালে ভারতে প্রথম ট্রমা দিবস পালন করা হয়। ২০২১ সাল থেকে বাংলাদেশেও দিবসটি পালন শুরু হয়। ‘ওয়ার্কপ্লেস ইনজুরিস: প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট’—এই থিমকে ঘিরে বিশ্বব্যপী এবার দিবসটি পালিত হচ্ছে।
চীনের ইতিহাসে একমাত্র নারী শাসক ছিলেন উ জেতিয়ান। ৬৯০ সালের আজকের এই দিনে সিংহাসনে বসেন চীনের তাং সাম্রাজ্যের এই নারী। সেই সময়ের অর্থনীতি সমৃদ্ধির ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।