পাণ্ডবদের অভিযান

পাণ্ডব গোয়েন্দা

লেখক: ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত পাঁচজন স্কুলপড়ুয়া কিশোর-কিশোরীকে নিয়ে সিরিজ। দলে একটি কুকুরও রয়েছে। কখনো তারা নিজেরাই জড়িয়ে যায়, আবার কখনো অন্যকে সাহায্য করার জন্য তারা ঝাঁপিয়ে পড়ে অভিযানে। পাণ্ডব গোয়েন্দা প্রথম বেরিয়েছিল সত্তরের দশকে মাসিক শুকতারায়। পরে আনন্দমেলা পত্রিকাতেও ছাপা হয়েছে এদের অনেক কাহিনি। মজার ব্যাপার হলো, লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় কাহিনিগুলোতে আলাদা কোনো নাম দিতেন না, সব কটিই শুধু পাণ্ডব গোয়েন্দা নামে ছাপা হতো। বই হিসেবে প্রকাশের সময় সংখ্যা দিয়ে আলাদা করা হতো কাহিনিগুলোকে। ৩০টির মতো কাহিনি রয়েছে এই সিরিজে, ২০২৩ সালে লেখক মারা যাওয়ার পর বন্ধ হয়ে গেছে পাণ্ডবদের অভিযান।

আরও পড়ুন