গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুলে জাতীয় সাহিত্য উৎসব
বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল জাতীয় সাহিত্য উৎসব। গতকাল শনিবার সকাল ১০টায় উদ্বোধনের মাধ্যমে শুরু হয় এ উৎসব। সমাপনী ও পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয় শনিবার বিকেল চারটায়। তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল সাহিত্য ক্লাব এই আয়োজন করেছে।
দুই দিনের এ আয়োজনে ছিল বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। ছিল একক ও দলীয় সাহিত্য কুইজ, নির্দিষ্ট বই থেকে কুইজ, বাংলা ভাষা নিয়ে কুইজ, উপস্থিত বক্তৃতা, দেয়ালিকা, আলোকচিত্র প্রদর্শনী। ছিল বিভিন্ন কর্মশালা। এ ছাড়া অনলাইনে কবিতা, গল্প এবং বই পর্যালেচনা প্রতিযোগিতাও ছিল। ঢাকা ও ঢাকার বাইরের ১৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এ উৎসবে অংশ নেয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সুজন বড়ুয়া, ক্লাব মডারেটর রমজান মাহমুদ এবং গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মাহবুবা বেগম। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা সুমিত সাহা এবং সভাপতি কামরুল হাসান তামিম। আরও ছিলেন কনটেন্ট ক্রিয়েটর মাশফিক এনাম তূর্য। চার ক্যাটাগরিতে ১৬টি প্রতিযোগিতায় মোট ১৫০টির বেশি পুরস্কার দেওয়া হয়। উৎসবে ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার হিসেবে ছিল কিশোর আলো।