এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে প্রথমবার ব্রোঞ্জপদক পেল বাংলাদেশ

এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে প্রথমবারের মতো ব্রোঞ্জপদক পেয়েছে বাংলাদেশ দল। সৌদি আরবের দাহরানে অনুষ্ঠিত ২৫তম এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশ দল একটি ব্রোঞ্জপদকসহ মোট পাঁচটি সম্মানজনক স্বীকৃতি পেয়েছে। এবারের আসরে মোট ৮ সদস্যের বাংলাদেশ দল গিয়েছিল এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে।

বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড দলের কোচ ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক

ব্রোঞ্জপদক পেয়েছেন চট্টগ্রাম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আদিত্য দাস। এটাই এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। এছাড়া সম্মানজনক স্বীকৃতি পেয়েছেন আরও চার জন। তাঁরা হলেন চট্টগ্রাম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাহুল নন্দী, নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফাহিম ফারবিন, যুগান্তর দে ও একই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ওমর বিন হায়াত। এই দলের সঙ্গে আরও ছিলেন খুলনা বি. এল. কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আহনাফ তাজওয়ার, নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সিএম রাফাত হাসনাইন ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আহমেদ অনন্য। দলের সঙ্গে আরও ছিলেন বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড দলের কোচ ও দলনেতা অধ্যাপক আরশাদ মোমেন এবং ফিজিক্স অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ জাহাঙ্গীর মাসুদ।

এখন পর্যন্ত বাংলাদেশ দল এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে ১টি ব্রোঞ্জপদক ও ৭টি সম্মানজনক স্বীকৃতি পেল।