চুরি হয়ে যাওয়া মোনালিসা যেভাবে উদ্ধার হলো

এআই ব্যবহার করে তৈরি করা মোনালিসা চিত্রকর্মএআই আর্ট
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১২ ডিসেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

আজকের এই দিনে : ১২ ডিসেম্বর

চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির ‘মোনালিসা’ চুরি হয়েছিল ১৯১১ সালের আগস্ট মাসে। লুভরমিউজিয়াম থেকে চুরি হয়ে গিয়েছিল বিখ্যাত এই চিত্রকর্ম। মোনালিসা চুরি হয়ে যাওয়ায় সেই সময় দায়ী করা হয়েছিল বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোকে। তার দুই বছর পর ১৯১৩ সালের আজকের এই দিনে উদ্ধার করা হয় চুরি হওয়া মোনালিসা। মজার বিষয় হলো, এই চিত্রকর্ম উদ্ধার করা হয় ইতালির এক হোটেলের কক্ষ থেকে। 

মোনালিসার সন্ধান মেলার পর পাবলো পিকাসোকে দেওয়া সেই অপবাদ অবশ্য সরিয়ে নেওয়া হয়। বর্তমানে চিত্রকর্মটি ফ্রান্সের রাজধানী প্যারিসের লুভর জাদুঘরের সংরক্ষিত আছে। 

২০১৫ সালের একই দিনে সৌদি আরবের নারীরা ভোটকেন্দ্রে গিয়ে প্রথমবারের মতো ভোট দেন। 

আরও পড়ুন