পাউরুটি স্লাইসের ধারণা কখন এল

বিশ্বজুড়ে জনপ্রিয় খাবারগুলোর একটি স্লাইসড পাউরুটিফাইল ছবি

পাউরুটি কেটে পিস করা থাকে। কিন্তু বহু যুগ ধরে পাউরুটি পিস করে কাটার কোনো ধারণা পৃথিবীতে ছিল না। সবাই আস্ত রুটি ছিঁড়ে ছিঁড়ে খেত। প্রথম স্লাইস মেশিন তৈরি করা হয় ১৯২০ সালে মিসৌরিতে। চিলিকোথে বেকিং কোম্পানি এটি বিক্রি করে। ভাগ্যিস, এটি আবিষ্কৃত হয়েছিল। না হলে আনস্লাইস রুটি খেতে হতো।