আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে যাচ্ছে বাংলাদেশ দল

গ্রিসের এথেন্সে আয়োজিত ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। তাঁদের পরিচয় করিয়ে দিতে ১৩ জানুয়ারি একটি সংবাদ সম্মেলন আয়োজিত হয়। বিকেলে ঢাকার বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সম্মেলনে উপস্থিত ছিলেন লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন সেঁজুতি রহমান, কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমলুক ছাবির আহমদ ও আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক লাফিফা জামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের প্রধান রোবোটিকস কোচ মিশাল ইসলাম।

শিক্ষার্থীদের উদ্দেশে মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘তোমরা আমাদের চেয়ে সৌভাগ্যবান। কারণ, তোমাদের বয়সে আমরা এসব কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত ছিলাম না। তোমাদের দেখে আমার হিংসা ও আনন্দ হয়। আমি তোমাদের স্বর্ণপদক নিয়ে আসতে বলি না। কিন্তু তোমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তারপর ফলাফল যা হওয়ার হোক।’

লাফিফা জামাল বলেন, ‘আমরা মাত্র ষষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড আয়োজন করলাম। কিন্তু আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের ২৫তম আসর চলছে। প্রথম ১৯টি আসরে আমরা অংশগ্রহণই করতে পারিনি। কিন্তু আমাদের রেজাল্ট দেখে মনে হয়, অনেক বছর ধরে আমরা আন্তর্জাতিক অঙ্গনে রয়েছি।’

শিক্ষার্থী আন নাফিউ বলে, ‘এ বছর আমি প্রথম বিশ্বমঞ্চে যাচ্ছি। বিশ্বের সামনে বাংলাদেশের পতাকাটা জাগিয়ে ধরতে চাই।’

১৬ সদস্যের দলে আছেন উইলিয়াম কেরি একাডেমির শিক্ষার্থী জাইমা যাহিন ওয়ারা, নেভী অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাহরুজ মোহামাদ আয়মান, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী নাশীতাত যাইনাহ্ রহমান ও ফাতিন আল হাবীব নাফিস, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী প্রপা হালদার, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মার্জিয়া আফিফা পৃথিবী, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সামিয়া মেহনাজ, মাইশা সোবহান ও সাদিয়া আক্তার স্বর্ণা, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থী মিসবাহ উদ্দিন ইনান, নটর ডেম কলেজের শিক্ষার্থী মাশকুর মালিক মোস্তফা, মির্জাপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থী মাহির তাজওয়ার চৌধুরী, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী আন নাফিউ ও রুবাইয়্যাত এইচ রহমান, হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী নামিয়া রউজাত নুবালা ও খন্দকার শামিল মাহাদি বিন খালিদ।

এথেন্সে ১৬ সদস্যের এই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক লাফিফা জামাল ও বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের প্রধান রোবোটিকস কোচ মিশাল ইসলাম।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বাংলাদেশে রোবট অলিম্পিয়াড আয়োজিত হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় ও অনুপ্রেরণায় বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের আয়োজন করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।

এর আগে ২০২৩ সালের ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর ষষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের অনলাইন বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। সেখান থেকে বাছাইকৃত ৫০০ শিক্ষার্থী নিয়ে ২৯ ও ৩০ সেপ্টেম্বর আয়োজিত হয় ষষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব। এখানকার বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত তিন দিনের আবাসিক আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প। সেখান থেকে শিক্ষার্থীদের যোগ্যতা ও পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচন করা হয় ১৬ সদস্যের আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড দল।