চিড়িয়াখানায় কতটি হরিণ আছে

হরিণফাইল ছবি: প্রথম আলো

১. বলো দেখি

যদি ৭ পরিবর্তন হয়ে ১৩ এবং ১১ পরিবর্তন হয়ে ২১ হয়, তাহলে ১৬ পরিবর্তন হয়ে কত হবে?

২. দৌড়

ধরো তোমার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে। তুমি দৌড়ে অংশগ্রহণ করেছ। বাঁশি বেজে উঠল। দৌড় শুরু। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছ। অনেক চেষ্টা করে দৌড় শেষ হওয়ার আগে দ্বিতীয় স্থানে থাকা বন্ধুকে ছাড়িয়ে গেলে তুমি। তাহলে তুমি কততম স্থানে থেকে দৌড় শেষ করলে?

৩. কতটি হরিণ আছে

মনে করো, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় ১০০ জোড়া হরিণ আছে। প্রতিটি হরিণ দুই জোড়া বাচ্চা দিয়েছে। দুর্ভাগ্যবশত, সেখান থেকে ২৩টি হরিণের বাচ্চা মারা গেছে। তাহলে চিড়িয়াখানায় আর কতটি হরিণ আছে?