আধুনিক চীনের যাত্রা শুরু

জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১ অক্টোবর, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

আধুনিক চীনের যাত্রা শুরু হয়েছিল ১৯৪৯ সালের আজকের এই দিনে। কমিউনিস্ট পার্টির নেতা মাও সে-তুং আধুনিক চীনের যাত্রা শুরুর ঘোষণা দেন।

১৯১২ সালে চীনের প্রায় ২০০০ বছরের রাজতন্ত্রের অবসান ঘটে। এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয় একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। তবে সান ইয়াত সেনের নেতৃত্বে প্রজাতান্ত্রিক সরকার গঠিত হলেও ইউয়ান সিকাই ক্ষমতা দখল করেন এবং নিজেকে সম্রাট ঘোষণা করেন। যদিও সেটি ছিল তাঁর পতনের শুরু। ১৯১৯ সালে ভার্সাই চুক্তির বিরুদ্ধে আন্দোলন ও সোভিয়েত প্রভাবের ফলে চীনে কমিউনিস্ট আন্দোলন শক্তিশালী হয়। ফলে একসময় রিপাবলিকান এবং কমিউনিস্টদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়, চলে দীর্ঘ ১৪ বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চীনের কমিউনিস্টরা ১৯৪৯ সালে বিজয়ী হয় এবং ১ অক্টোবর বিপ্লবী নেতা মাও সে-তুং গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ঘোষণা দেন।

চীনের পাশাপাশি জাপানের জন্যও আজকের দিনটি বিশেষ। ১৯৬৪ সালের আজকের এই দিনে প্রথমবারের মতো বুলেট ট্রেন চালু করেছিল জাপান। টোকাইডো শিনকানসেন নামের দ্রুতগতির এই ট্রেন ঘণ্টায় ২২০ কিলোমিটার বা প্রায় ১৩৭ মাইল পর্যন্ত যেতে পারত।

ওহ, আজ তো কিশোর আলোর জন্মদিন! কিআর এই ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তোমাদের জানাই অনেক শুভেচ্ছা!

আরও পড়ুন