জানা–অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর ভেতর উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচর থেকে যায়। আজ ৯ অক্টোবর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
বিশ্বের খ্যাতিমান সমাজতান্ত্রিক বিপ্লবীদের মধ্যে অন্যতম এক নাম চে গুয়েভারা। তিনি বিপ্লব, ত্যাগ ও সংগ্রামের মূর্ত প্রতীক। পৃথিবী তাঁকে চে গুয়েভারা নামে চিনলেও, তাঁর প্রকৃত নাম এর্নেস্তো গেভারা দে লা সেরনা। ১৯৬৭ সালের আজকের এই দিনে বলিভিয়ায় হত্যা করা হয় তাঁকে। মাত্র ৩৯ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন এই সাহসী বিপ্লবী।
১৯২৮ সালে আর্জেন্টিনার রোজারিওতে জন্ম চে গুয়েভারার। বিপ্লবী হিসেবে পরিচিত হলেও তিনি প্রথমে ছিলেন একজন চিকিৎসক। তবে পরে লাতিন আমেরিকায় ভ্রমণকালে দারিদ্র্য ও বৈষম্যকে কাছ থেকে দেখার পর সমাজ পরিবর্তনের জন্য কাজ করার সিদ্ধান্ত নেন চে গুয়েভারা। এরই ধারাবাহিকতায় ফিদেল কাস্ত্রোর সঙ্গে কিউবায় যোগ দিয়ে কিউবার বিপ্লবে নেতৃত্ব দেন এবং বাতিস্তা সরকারের পতন ঘটান। এরপর তিনি আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় বিপ্লব ছড়ানোর চেষ্টা চালান। ১৯৬৭ সালে বলিভিয়ায় গ্রেপ্তারের পর হত্যা করা হয় এই সংগ্রামী নেতাকে।
আজকের এই দিনে তৈরি করা হয় বিশ্বের সবচেয়ে পুরোনো সক্রিয় ঘড়ি। ১৪১০ সালের ৯ অক্টোবর মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের প্রাগ শহরে এটি নির্মাণ করা হয়। এর নাম দেওয়া হয় প্রাগ অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক।