জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১০ জুলাই, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
না চাইতেও পলিথিনের কাছে যেন বারবার ফিরে যেতে হয়। পরিবেশের জন্য ক্ষতিকর হওয়া সত্ত্বেও আমরা প্রতিনিয়ত ব্যবহার করে যাচ্ছি পলিথিন কিংবা প্লাস্টিক। এটির ব্যবহার যেমন চাইলেও কমানো যাচ্ছে না। এর আবিষ্কারটাও হয়েছিল না চাইতেই। পলিথিনের মূলে থাকা প্লাস্টিকের আবিষ্কার হয়েছিল পরীক্ষাগারে ফরমালডিহাইড এবং ফেনল নিয়ে পরীক্ষা করার সময়। বলা চলে, ভুলেই বিজ্ঞানী লিও হেনরিক বায়েকল্যান্ড বানিয়ে ফেলেছিলেন প্লাস্টিক। আবিষ্কারের পর বিশ্বজুড়ে এই জিনিস তিনটি রূপে দেখা যায় পলিস্টিরিন, পলিথিলিন ও নাইলন আকারে। পলিথিলিনের ব্যবসায়িক নামই হচ্ছে পলিথিন।
এখন মনে হতেই পারে, এত কিছু থাকতে পলিথিন নিয়ে এত কথা কেন? কারণ হচ্ছে, ১৯৬২ সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রে প্রথম হাতলযুক্ত পলিথিন ব্যাগের পেটেন্টের আবেদন করা হয়। সেই থেকে বিশ্বজুড়ে মানুষের হাতে হাতে দেখা যায় এই ব্যাগ।
এ ছাড়া ২০১৮ সালের আজকের এই দিনে আর্জেন্টিনায় বিশাল একটি ডাইনোসরের ফসিল উদ্ধার করা হয়। লম্বায় যার প্রায় ৩৩ ফুট বা ১০ মিটার। ওজনে প্রায় ৯ টন।