জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১১ ফেব্রুয়ারি, ২০২৪। নতুন বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
কখনো কি ভেবে দেখেছ, প্রায় দেড় শ বছর আগে টমাস আলভা এডিসন যদি বৈদ্যুতিক বাতি আবিষ্কার না করতেন, তাহলে আজকের অন্ধকার পৃথিবী কেমন হতো? এই বাতি আবিষ্কারের ফলে বদলে গেছে পুরো পৃথিবী। আজ এই মহান আবিষ্কারকের জন্মদিন। টমাস আলভা এডিসন ১৮৪৭ সালের ১১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের মিলানে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে আশপাশের এটা–সেটা নিয়ে আগ্রহের শেষ ছিল না এডিসনের। মাত্র ১২ বছর বয়সী এডিসন সেই সময়কার সাম্প্রতিক ঘটনা নিয়ে বের করেন নিজের সংবাদপত্র ‘দ্য গ্রান্ড ট্রাঙ্ক হেরাল্ড’। এরপর সারাজীবন নানা গবেষণায় যুক্ত ছিলেন। বিশ্ববাসীকে উপহার দিয়েছেন একের পর এক যুগান্তকারী আবিষ্কার।
বিজ্ঞানী টমাস আলভা এডিসন ১৮৮০ সালে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন। আধুনিক বৈদ্যুতিক বাতি ছাড়া সাউন্ড রেকর্ডিং, ভিডিওগ্রাফির মতো আরও ১ হাজার ৯৩টি আবিষ্কারের পেটেন্ট রয়েছে বিজ্ঞানী টমাস আলভা এডিসনের নামে। শুভ জন্মদিন আলোর কারিগর!