হারিয়ে যাওয়া মিনি

অলংকরণ: সব্যসাচী চাকমা

ডিসেম্বর মাসের এক বিকেলে রাস্তায় হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে একটু দূরে একটা বিড়াল দেখলাম। রাস্তার কোণে জবুথবু হয়ে বসা, নিষ্পাপ চাহনি। দেখেই মায়া পড়ে গেল। ধীরে ধীরে ওর মাথায় হাত বুলিয়ে দিই। ভয় পেল না, পালাল না। মনে হলো যেন কত দিনের পোষা বিড়াল। ঠিক করলাম, ওকে ‘মিনি’ বলে ডাকব। সঙ্গে কোনো খাবার না থাকায় ওকে কোলে করে বাসায় নিয়ে এলাম। বাসায় মাছ ছিল, তাই মাছ খেতে দিলাম। বোঝা যাচ্ছিল, অনেক দিন ধরে ক্ষুধার্ত সে। মিনির সবুজ চোখ বলে দিচ্ছিল ওর কষ্টের কথা। বাসায় বিড়াল রাখা যাবে না, এ জন্য ওকে চলে যেতে দিতে হলো। পরদিন অনেক খোঁজাখুঁজি করেও পাইনি মিনিকে। মিনির সবুজ চোখের চাহনি আর রোগা শরীর এখনো আমার মনে কষ্ট দেয়।

লেখক: এসএসসি পরীক্ষার্থী ২০২৪, তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

আরও পড়ুন