জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০৫ সেপ্টেম্বর, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
লেনন, পল, হ্যারিসন ও রিঙ্গো—এই চারজন মিলে ষাটের দশকে তৈরি করলেন ব্যান্ড ‘দ্য বিটলস’। এরপর অল্প সময়ের মধ্যে বিশ্বকে কাঁপিয়েছে এই ব্যান্ড দল, ‘দ্য বিটলস’। ১৯৬২ সালের আজকের এই দিনে বিটলস প্রথম গান ‘লাভ মি ডু’ প্রকাশ করে। প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলে গানটি। সে সময় ব্রিটিশ সংগীত টপ চার্টের তালিকায় ১৭ নম্বরে ছিল গানটি। এর দুই বছর পর এটি যুক্তরাষ্ট্রে মুক্তি পায় এবং সেখানেও একই রকম জনপ্রিয়তা পায়।
৫০–এর দশকে ইয়ান ফ্লেমিংয়ের হাত ধরে শুরু হয় স্পাই থ্রিলার সিরিজের চরিত্র ‘জেমস বন্ড’। সেই থেকে আজ অবধি এই গোয়েন্দা চরিত্র নিয়ে তৈরি হয়েছে অনেক চলচ্চিত্র। এর মধ্যে প্রথম চলচ্চিত্র ‘ড. নো’ মুক্তি পেয়েছিল আজকের এই দিনে। গোয়েন্দাভিত্তিক এই চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী হয়েছিল ১৯৬২ সালের আজকের এই দিনে।
আরও পড়ুন
আরও পড়ুন