আজ সুন্দরবন দিবস

সুন্দরবনফাইল ছবি
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৪ ফেব্রুয়ারি, ২০২৪। নতুন বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
  • ২০০১ সালের এই দিনে খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন। সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে বনখেকোদের হুমকির মুখ থেকে বাঁচাতে এবং সবাইকে সে বিষয়ে সচেতন করতে আয়োজন করা হয় এ সম্মেলন। এ সম্মেলনেই ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। এ ছাড়া আজকের দিনে বিশ্বজুড়ে পালিত হয় সেন্ট ভ্যালেন্টাইনস ডে বা বিশ্ব ভালোবাসা দিবস।

  • আজকের দিনটি কলকাতার ইতিহাসেও একটি বিশেষ দিন। ১৮৮১ সালের এই দিনে কলকাতায় অবিভক্ত ভারতের প্রথম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপিত হয়। পরের বছর একই দিনে ১৮৮২ সালে কলকাতায় প্রথম পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৩১ সালের এই দিনে কলকাতায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র ‘জয় ভবানীপতি’ প্রদর্শিত হয়।

  • স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সাহিত্য সম্মেলন ১৯৭৪ সালের আজকের এই দিনে বাংলা একাডেমিতে যাত্রা শুরু করে।