জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০৩ জুলাই, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
কার্ল বেঞ্জ নামের এক ব্যক্তি প্রথম গাড়ি আবিষ্কার করেন। তিনি যদি গাড়ি আবিষ্কার না করতেন, তাহলে আজ আমাদের কী দশা হতো ভেবে দেখেছ?
১৮০০ শতাব্দীর মাঝামাঝি সময়ে জন্ম হয় বেঞ্জের। ছোটবেলায়ই তিনি বাবাকে হারিয়েছিলেন। বাকিটা সময় তাঁকে আদর যত্নে লালন-পালন করেছেন মা। ১৮৭২ সালের দিকে এই প্রকৌশলীর বিয়ে হয় বার্থা বেঞ্জের সঙ্গে, যিনি তাঁর সাফল্যের পেছনে অনেক বড় অনুপ্রেরণা।
দাম্পত্য জীবনের পাশাপাশি কার্লের যন্ত্রচালিত গাড়ি তৈরির স্বপ্ন পূরণে বার্থা আর্থিকভাবে পাশে থেকে সাহায্য করতেন। বার্থার অনুপ্রেরণা আর নিজের বুদ্ধি ও দক্ষতাকে কাজে লাগিয়ে কার্ল বেঞ্জ অবশেষে ১৮৮৫ সালে প্রথম মোটরচালিত গাড়ি তৈরি করে ফেলেন। তিন চাকার সেই গাড়ি ঘণ্টায় সর্বোচ্চ ২৫ মাইল বেগে চলতে পারত।
এরপর সময়টা যখন ১৮৮৬ সাল, বেঞ্জ তাঁর মোটর-ওয়াগন নিয়ে আজকের এই দিনে বেরিয়ে পড়েন পরীক্ষামূলক ‘টেস্ট ড্রাইভ’–এর জন্য। তার মানে বলাই যায় যে বিশ্বের সর্বপ্রথম মোটরগাড়ির টেস্ট ড্রাইভ দেওয়া হয়েছিল আজ।
মার্সিডিজ–বেঞ্জ নামের গাড়ির ব্র্যান্ডের সঙ্গে তোমরা নিশ্চয়ই পরিচিত। কার্ল বেঞ্জ ও গোটলিব ডাইমলার একসঙ্গে ডাইমলার-বেঞ্জ কোম্পানি গড়ে তোলেন। সেই কোম্পানিই ১৯২৬ সালে মার্সিডিজ-বেঞ্জ ব্র্যান্ডের প্রথম গাড়িটি তৈরি করে।
আজকের দিনে মৃত্যুবরণ করেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম নামকরা নারী সাহিত্যিক, কবি, ঔপন্যাসিক ও সমাজ সংস্কারক স্বর্ণকুমারী দেবী।