কাল শুরু এসএসসি পরীক্ষা, একনজরে দেখে নাও রুটিন

এসএসসি পরীক্ষাপ্রথম আলো ফাইল ছবি

আগামীকাল বৃহস্পতিবার, ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে।

পরীক্ষা যেন সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কিছু নির্দেশনা দিয়েছে। প্রশ্নপত্র ফাঁস, গুজব ছড়ানো বা অসদুপায় অবলম্বনের সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কমিটি। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার হলে আসন গ্রহণ করতে হবে। এ ছাড়া মুঠোফোনসহ যেকোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস বা নকল নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া যাবে না। 

এছাড়া সম্প্রতি গণিত বিষয়ের পরীক্ষা পেছানো হয়েছে। এই পরীক্ষা নতুন সময়সূচি অনুযায়ী আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত নতুন সংশোধিত রুটিন অনুযায়ী, এসএসসি পরীক্ষা শুরু হবে ১০ এপ্রিল এবং চলবে ১৩ মে পর্যন্ত। প্রতিবারের মতো এবারও বাংলা প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে বাংলা দ্বিতীয় পত্র ও সহজ বাংলা দ্বিতীয় পত্র দিয়ে। প্রতিটি তত্ত্বীয় পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে’র মধ্যে।

একনজরে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন 

১০ এপ্রিল: বাংলা প্রথম পত্র/সহজ বাংলা প্রথম পত্র

১৫ এপ্রিল: ইংরেজি প্রথম পত্র

১৭ এপ্রিল: ইংরেজি দ্বিতীয় পত্র

২১ এপ্রিল: গণিত

২২ এপ্রিল: ধর্ম (ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা)

২৩ এপ্রিল: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

২৪ এপ্রিল: গার্হস্থ্যবিজ্ঞান/ কৃষিশিক্ষা/ সংগীত/ আরবি/ সংস্কৃত/ পালি/ শারীরিক শিক্ষা ও ক্রীড়া/ চারু ও কারুকলা

২৭ এপ্রিল: পদার্থবিজ্ঞান/ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা/ ফিন্যান্স ও ব্যাংকিং

২৯ এপ্রিল: রসায়ন (তত্ত্বীয়)/পৌরনীতি ও নাগরিকতা/ ব্যবসায় উদ্যোগ

৩০ এপ্রিল: ভূগোল ও পরিবেশ

৪ মে: বিজ্ঞান/উচ্চতর গণিত (তত্ত্বীয়)

৬ মে: জীববিজ্ঞান/অর্থনীতি

৭ মে: হিসাববিজ্ঞান

৮ মে: বাংলাদেশ ও বিশ্বপরিচয়

১৩ মে: বাংলা প্রথম ২য় পত্র/ সহজ বাংলা–২য় পত্র

আরও পড়ুন