স্বচ্ছতম সাগরের খেতাব পেল ওয়েডডেল

ওয়েডডেল সাগরছবি : অ্যাডভেঞ্চার লাইফ
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৩ অক্টোবর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

স্বচ্ছ পানির নদী কিংবা সাগরে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা, এমন অনেক ভিডিও এখন প্রায়ই দেখা যায়। কোন সাগরের পানি সবচেয়ে স্বচ্ছ, সে কথা বললে প্রথমেই আসবে আলবেনিয়ার পাসকিরা সাগরপাড়ের কথা। তবে এটি জনপ্রিয়তার দিক থেকে। সত্যিকার বিশ্বের স্বচ্ছতম পানির সাগর হলো অ্যান্টার্কটিকার ওয়েডডেল সাগর।

১৯৮৬ সালের আজকের দিনে দীর্ঘ গবেষণার পর এই ঘোষণা আসে। জার্মানির আলফ্রেড ওয়েগনার ইনস্টিটিউট অব ব্রেমেরহ্যাভেনের একদল বিজ্ঞানী এ কথা জানান। বরফে ঘেরা এই সাগর এত স্বচ্ছ যে পানির নিচের ৭৯ মিটার (২৬০ ফুট) পর্যন্ত অনায়াসেই দেখা যায়। অতি নিম্ন তাপমাত্রা এবং দূষণমুক্ত পরিবেশের কারণেই ওয়েডডেল সাগর বিশ্বের স্বচ্ছতম সাগরের একটি।

আলেকজান্দ্রা অকাসিও-কর্তেজ মার্কিন কংগ্রেসের সবচেয়ে কম বয়সী নারী সদস্য। আজ তাঁর জন্মদিন। ১৯৮৯ সালের ১৩ অক্টোবর নিউইয়র্কে জন্মগ্রহণ করেন তিনি। মাত্র ২৯ বছর বয়সে তিনি কংগ্রেস সদস্য নির্বাচিত হন।

আরও পড়ুন

আরও পড়ুন