আমার বেস্ট ফ্রেন্ড

২০২৩ সালের কথা। তখন আমি পড়ি ক্লাস ফাইভে। নতুন বছর, নতুন স্কুল; আবার নতুন এলাকা। খুব রোমাঞ্চিত ছিলাম স্কুলে যাওয়ার প্রথম দিন। ক্লাসে আমাদের রোল অনুযায়ী বসানো হলো। আমার সিট পড়ে প্রথম বেঞ্চে (রোল নম্বর ১২)। আর আমার পাশে বসে মাহরিন নাঈর (রোল নম্বর ১৪)। মাহরিনই প্রথমে কথা শুরু করে। আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। ওর সঙ্গেই আমার বেশি কথা হতো ক্লাসে। এরপর ধীরে ধীরে ক্লাসের সবার সঙ্গেই কথা হতো আমার। কিন্তু মাহরিনের সঙ্গে এত কথা হওয়ার পরও কেন জানি সে আমার বেস্ট ফ্রেন্ড হতে পারেনি। হয়তো আমার মনের ভেতর যে বেস্ট ফ্রেন্ডের জায়গা ছিল, সেটা দখল করতে পারেনি সে।

প্রায় কিছুদিন পর আমার আরেকজনের সঙ্গে কথা হয়। নাম ফাহমিদা হোসাইন জিম (রোল নম্বর ১৮)। তারও ছিল আমার মতো অবস্থা। সে–ও তার পাশের মেয়েটির সঙ্গে সবচেয়ে বেশি কথা বলত। তার নাম ছিল নাজিফা রহমান ফায়জা (রোল নম্বর ১৭)।

কিন্তু কে জানত যে আমার মনের ভেতরের সেই বেস্ট ফ্রেন্ডের জায়গাটা দখল করবে একমাত্র ফাহমিদাই।

হ্যাঁ, ফাহমিদাই আমার জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু। যে সব সময় আমার পাশে থাকে। ক্লাসে সে খুবই চমৎকার শিক্ষার্থী ছিল। এখনো আছে। তার মধ্যে ছিল অসাধারণ কয়েকটি গুণ। সে সারা জীবন আমার বেস্ট ফ্রেন্ড থাকবে। সারা জীবনের প্রিয় বন্ধু...

জেবিন জান্নাত

ষষ্ঠ শ্রেণি, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হাইস্কুল, ঢাকা