জুলিয়ান ক্যালেন্ডারের সূচনা

জানা–অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও, কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১ জানুয়ারি, ২০২৪। নতুন বছরের প্রথম দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

০০৪৫ খ্রিষ্টপূর্বাব্দের এই দিনে জুলিয়ান ক্যালেন্ডারের সূচনা হয়। তবে ১৫৮২ সালে পোপ গ্রেগরি-XIII–এর হাত ধরে তৈরি হয় সংশোধিত নতুন ক্যালেন্ডার, যা আমাদের কাছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত। ১৭৮৮ সালের এই দিনে টাইমস অব লন্ডনের প্রথম সংস্করণ প্রকাশিত হয়। এর প্রায় ১০০ বছর পর ১৮৭৭ সালের এই দিনে রানি ভিক্টোরিয়াকে ব্রিটিশ ভারতের সম্রাজ্ঞী ঘোষণা করা হয়।

এ তো গেল গুরুত্বপূর্ণ ঘটনাবলির কথা। আজ, বছরের প্রথম দিনে বেশ কিছু গুণীজনের জন্মদিনও রয়েছে। ১৮৯৪ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসু, যিনি সত্যেন বোস নামেও পরিচিত। আমাদের পল্লিকবি জসীমউদ্‌দীনও ১৯০৩ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশি ক্রিকেটার অলোক কাপালী। ক্রিকেটার মোহাম্মদ রুবেল হোসেনকে তো তোমরা অনেকেই চেনো। তিনিও ১৯৯০ সালের এই দিনে জন্মগ্রহণ করেন।