স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন

ছবি: জাহিদুল করিম
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০২ মার্চ ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

একাত্তরের ১ মার্চ তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রপতি ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করলে ঢাকাসহ পুরো বাংলাদেশ উত্তাল হয়ে ওঠে। ধর্ম–বর্ণ–পেশানির্বিশেষে সব স্তরের মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। তাঁদের এই স্পৃহাকে বাড়িয়ে দিতে ২ মার্চ ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের যৌথ আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের বটতলায় ছাত্রদের নিয়ে গণসমাবেশের আয়োজন করা হয়। সেখানেই প্রথম সবুজের ওপর লাল বৃত্তে বাংলাদেশের মানচিত্রখচিত পতাকাটি সবার সামনে উত্তোলন করা হয়।

এ ছাড়া ১৯৪৮ সালের আজকের এই দিনে প্রথম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এদিন কামরুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত তমুদ্দিন মজলিস ও মুসলিম ছাত্রলীগের এক যৌথ সভায় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদকে বর্ধিত করে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদে রূপান্তর করা হয়।