ইসরায়েলি হামলার প্রতিবাদ ও সংহতি জানাতে কার্টুন প্রদর্শনী

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদ ও সংহতিমূলক কার্টুন প্রদর্শনী আয়োজন করেছে বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন ও দৃক পিকচার লাইব্রেরি। প্রদর্শনীতে বাংলাদেশি ও ফিলিস্তিনি কার্টুনিস্টদের কার্টুন প্রদর্শন করা হবে। শতাধিক কাজ নিয়ে প্রদর্শনীটি শুরু হচ্ছে ১১ নভেম্বর বিকেল ৫টায়।

প্রদর্শনী উদ্বোধন করবেন কার্টুনিস্ট আহসান হাবীব। ১২-১৪ নভেম্বর প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে। ইসরায়েলি হামলার প্রতিবাদ ও সংহতি জানাতে কার্টুন প্রদর্শনীটি আয়োজন করা হয়েছে ধানমন্ডির দৃক গ্যালারিতে। থাকছে তরুণ শিল্পীদের ফলিস্তিনের প্রতি সংহতিমূলক গ্রাফিতি ও ইনস্টলেশন আর্ট।

আরও পড়ুন

রয়টার্সের খবর অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস জানিয়েছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় গড়ে প্রতি ১০ মিনিটে একটি করে শিশু নিহত হচ্ছে। ১০ নভেম্বর শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বলেছেন, ‘গাজায় কোনো জায়গাই নিরাপদ নয় এবং কেউই নিরাপদে নেই।’

গেব্রেয়াসুস বলেন, গাজার ৩৬টি হাসপাতালের অর্ধেক এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর দুই-তৃতীয়াংশই এখন আর কাজ করছে না। আর যেসব হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র এখনো সক্রিয়, সেগুলোর সক্ষমতাও প্রায় শেষ হতে চলেছে। গাজার স্বাস্থ্যসেবা–ব্যবস্থা ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’ রয়েছে বলেও বর্ণনা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রধান।

আরও পড়ুন

গেব্রেয়াসুস জানান, গাজার হাসপাতালের করিডর পর্যন্ত মৃত, আহত, অসুস্থ ব্যক্তিদের ভিড়ে ভরা। মর্গ উপচে পড়ছে। অবেদন বা অ্যানেসথেসিয়া ছাড়াই অস্ত্রোপচার করা হচ্ছে। হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ হাসপাতালে আশ্রয় নিচ্ছেন।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস ইসরায়েলে হামলা চালায়। এর পর থেকেই গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী