নটর ডেম কলেজে অনুষ্ঠিত হলো আর্ট কার্নিভ্যাল

নটর ডেম কলেজে আর্ট কার্নিভ্যাল

১৮ থেকে ২০ এপ্রিল নটর ডেম কলেজে অনুষ্ঠিত হয়েছে নটর ডেম আর্ট ক্লাব আয়োজিত ‘বসুন্ধরা টি প্রেজেন্টস চতুর্থ ন্যাশনাল আর্ট কার্নিভ্যাল’। এই কার্নিভ্যাল শেষ হয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জমজমাট সব আয়োজন ও কর্মশালার মাধ্যমে। প্রায় ৫০০ প্রতিযোগী ও দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় ট্রেডিশনাল আর্ট, সরা চিত্র, ক্যারিকেচার ও পিকশোন্যারি। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী প্রসুন হালদার।

২০ এপ্রিল অনুষ্ঠিত হয় টি–শার্ট ডিজাইনিং, রিকশা আর্ট, ডুডল রাশ-সহ নানা আয়োজন ও কর্মশালা। কার্নিভ্যাল শেষ হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর আলো সম্পাদক আনিসুল হক, চিত্রশিল্পী বিশ্বজিৎ গোস্বামী, নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. হেমন্ত পিয়ুস রোজারিওসহ অনেকে। এই কার্নিভ্যাল আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল বসুন্ধরা টি, বিজ্ঞানচিন্তা, কিশোর আলো, ক্রিয়েটিভ আইটি ও ফেবার ক্যাসেল।

আরও পড়ুন