বাংলাদেশ জাতীয় সংসদে প্রথম অধিবেশন

জাতীয় সংসদের অধিবেশনফাইল ছবি
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০৭ এপ্রিল ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
  • আজকের তারিখটি রাজনৈতিক দিক বিবেচনায় বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। একাত্তরের প্রায় পুরোটাই চলছিল দেশ স্বাধীনের লড়াই। অবশেষে ৯ মাস যুদ্ধের পর জন্ম নিল নতুন রাষ্ট্র। কিন্তু শুধু রাষ্ট্র জন্ম নিলেই তো হবে না, এর পরিচালনার জন্য প্রয়োজন আরও বেশ কিছু জিনিস। যার মধ্যে একটি হলো জাতীয় সংসদ। স্বাধীনতার পর ১৯৭৩ সালের আজকের এই দিনে প্রথম জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সে সময় জাতীয় সংসদ ভবন ছিল ঢাকার তেজগাঁওয়ে। বাংলাদেশের প্রথম সংসদে সদস্যসংখ্যা ছিলেন ৩১৫ জন, এর মধ্যে ১৫টি ছিল সংরক্ষিত নারী আসন। এই সংসদের সময় ছিল দুই বছর ছয় মাস। ১৯৭৫ সালের ৬ নভেম্বর এর স্থায়িত্বকাল শেষ হয়। এর আগে ৭ মার্চ অনুষ্ঠিত হয়েছিল প্রথম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৩ আসন লাভ করে আওয়ামী লীগ।

  • আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। ১৯৪৮ সালের আজকের এই দিনে প্রতিষ্ঠিত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও। এরপর ১৯৫০ সাল থেকে প্রতিবছরের ৭ এপ্রিল পালিত হয়ে আসছে দিবসটি। বিশ্বের প্রত্যেক নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধি, দিবসটি পালনের মূল উদ্দেশ্য।

  • আজ কিংবদন্তি সেতারবাদক এবং সংগীতজ্ঞ রবিশঙ্করের জন্মদিন। ১৯২০ সালের আজকের এই দিনে ভারতের উত্তর প্রদেশের বেনারসে জন্মগ্রহণ করেন তিনি।

  • ১৯৫৪ সালের আজকের এই দিনে জন্ম নেন বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় অভিনেতা জ্যাকি চ্যান। শুধু ক্যামেরার সামনেই নন, আসল দুনিয়ায়ও নিজের মার্শাল আর্টের জাদু দেখিয়ে মুগ্ধ করে আসছেন সবাইকে।