জানা–অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৫ আগস্ট ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
১৯৪৭ সালের আজকের এই দিনে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। এর মাধ্যমে স্বাধীনতা লাভ করে ভারত। ভারতের স্বাধীনতা লাভের ঠিক এক বছর পর ১৯৪৮ সালের ১৫ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রথম সরকার গঠিত হয়। এটিই ছিল দেশটির প্রথম নির্বাচিত সরকার।
১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতার পথিকৃৎ ও প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর ধানমন্ডি ৩২-এর বাসভবনে সপরিবার হত্যা করা হয়।
এ ছাড়া, ১৯১৪ সালের আজকের এই দিনে উদ্বোধন করা হয় পানামা খালের। প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে এই খাল। এটি বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পথ। দৈর্ঘ্যে পানামা খাল প্রায় ৭৭ কিলোমিটার বা প্রায় ৪৮ মাইল। এই কৃত্রিম খাল খনন শেষ হতে সময় লাগে ১০ বছর।