বব মার্লের বিদায়

নিপীড়িত আর খেটে খাওয়া মানুষের জন্য গান গেয়ে সারা বিশ্বে পরিচিতি পেয়েছিলেন বব মার্লে
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১১ মে ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

১৯৪৫ সালের ৬ ফেব্রুয়ারি ব্রিটিশ জ্যামাইকার নাইন মাইলে জন্ম নেওয়া বব মার্লে ছিলেন ষাট-সত্তরের দশকের নান্দনিক সব সুরের স্রষ্টা। শুধু কি তা–ই? এর পাশাপাশি ছিলেন কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার ও প্রযোজক। বাজাতেন গিটারও। সংগীতের জগতে পরিচিত ছিলেন এক নামে। ক্যারিবীয় এলাকা থেকে উঠে আসা প্রথম সুপারস্টার বব মার্লে ১৯৮১ সালের আজকের এই দিনে পৃথিবীকে থেকে বিদায় নেন। এই দিনেই বিশ্ব হারায় এই উজ্জ্বল নক্ষত্রকে।

আগে যেমন সবাই মিলে একসঙ্গে, এক ঘরে বসে টিভিতে সম্প্রচারিত হওয়া বিশেষ অনুষ্ঠানগুলো বসে দেখা হতো, এখন আর সেই দৃশ্য খুব একটা দেখা যায় না। তবে কয়েক বছর আগেও কিন্তু বিনোদন মানেই ছিল টিভি। ১৯৩৫ সালের আজকের এই দিনে জার্মানির বার্লিন শহরে প্রথম টেলিভিশন তরঙ্গ প্রেরণ যন্ত্র আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। যার ফলে বিশ্বে প্রথমবারের মতো টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়।

১০ তারিখ সিপাহি বিদ্রোহের সূচনার পর ১৮৫৭ সালের ১১ মে সিপাহিরা ব্রিটিশদের কাছ থেকে দিল্লি অধিকার করে নেন।

আরও পড়ুন