প্রিয় ঘুঘু,
কেমন আছিস রে? হয়তো ভালোই আছিস। মনে আছে, তুই যখন প্রথম এসেছিলি, তখন আমি কত খুশি হয়েছিলাম? তুই কিছুটা ভয় পেয়েছিলি নতুন মনিবদের দেখে। আমি আমার প্রিয় গানের নামে তোর নাম রেখেছিলাম Rockabye। আস্তে আস্তে তোর ভয় কেটে গেল। আমার পোষ মেনে গেলি। মনে আছে, কত মজা করতাম আমরা একসঙ্গে? তোকে হাতের ওপর রেখে বই পড়তাম। তুই আর আমি কত সেলফি তুলেছি একসঙ্গে। তারপর মনে হলো, তোর একা থাকতে হয়তো বোরিং লাগছে। তাই তোর জন্য কয়েকটা মুরগির বাচ্চা কিনে নিয়ে এলাম। কিন্তু ওরা যখন তোকে ঠোকরানো শুরু করল, তখন আমি অনেক কষ্ট পেয়েছিলাম। তোকে তাড়াতাড়ি খাঁচা থেকে বের করে আনলাম। তোকে কোথায় রাখব ভেবে পাচ্ছিলাম না। তাই নিজের হাতে নিয়েই ঘুরছিলাম। প্রমিজ করেছিলাম, আমি থাকতে তোর কোনো কিছু হতে দেব না। তারপর একটু জরুরি কাজ করার জন্য নিচতলায় গিয়েছিলাম। ১০ মিনিট পর ফিরে এসে তোকে যে আর খুঁজে পাইনি রে। কেন তুই আমাকে ছেড়ে চলে গেলি? তুই কোথায় আছিস, কেমন আছিস, তা জানি না। তুই আমাকে মাফ করে দিস। আমি আমার প্রমিজ পালন করতে পারিনি। আমি এখনো তোকে অনেক মিস করি।
ইতি,
তোর মনিব বন্ধু
ফাতেমা আক্তার
পঞ্চম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা