জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২২ ফেব্রুয়ারি, ২০২৪। নতুন বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
ভাষা আন্দোলনের কতো গল্পই তো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। কিন্তু তোমরা কি জানো আন্দোলনের পরের কয়েকটি দিন বাংলাদেশের ইতিহাসে বেশ তাৎপর্যপূর্ণ। ২১ শে ফেব্রুয়ারি মিছিলে গুলি ছোড়ার পর রাতের মধ্যেই আমরা হারাই কয়েকজন ভাষা শহীদকে। তাঁদের প্রতি সম্মান জানিয়ে পরের দিন অর্থাৎ ২২ শে ফেব্রুয়ারি তারিখে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাদের হোস্টেলের পাশে একটি স্মৃতিস্তম্ভ তৈরির প্রাথমিক কাজ সম্পন্ন করে। সেই স্তম্ভ থেকেই যাত্রা শুরু আমাদের আজকের এই শহীদ মিনারের।
এছাড়াও আজকের এই দিনে বাংলাদেশের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি জন্মগ্রহণ করেন। ১৯৪৩ সালের ২২ শে ফেব্রুয়ারি জন্ম নেন বাংলাদেশের প্রখ্যাত গীতিকার ও সুরকার গাজী মাজহারুল ইসলাম। সেই সাথে ১৯৫৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজক ও একুশে পদক বিজয়ী ফরিদুর রেজা সাগর। আজ ভারতের স্বাধীনতা আন্দোলনকর্মী এবং প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদের ৬৬ তম মৃত্যুবার্ষিকী।