লিওনার্দো দ্য ভিঞ্চির উড়োজাহাজ ওড়ানোর চেষ্টা

জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৩ জানুয়ারি, ২০২৪। নতুন বছরের তৃতীয় দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

১৪৯৬ সালের এই দিনে কালজয়ী শিল্পকর্ম ‘মোনালিসা’ ও ‘দ্য লাস্ট সাপার’–এর স্রষ্টা লিওনার্দো দ্য ভিঞ্চি প্রথম উড়োজাহাজ চালানোর চেষ্টায় ব্যর্থ হন। ১৭৮২ সালের এই দিনে সিলেটকে বাংলাদেশের জেলা হিসেবে প্রতিষ্ঠা করা হয়, যা আগে জালালাবাদ নামে পরিচিত ছিল। যুক্তরাষ্ট্রের ৪৯তম রাজ্য হিসেবে ১৯৫৯ সালের ৩ জানুয়ারি আলাস্কাকে স্বীকৃতি প্রদান করা হয়। আগরতলা ষড়যন্ত্র মামলার কথা আমরা অনেকেই শুনেছি। ১৯৬৮ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে তৎকালীন পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা করে।